মতামত

সন্ত্রাস দমনে সরকার উদাসীন : ইমরান

ব্লগার অনন্ত হত্যাকণ্ড নিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার বলেছেন, বিজয় সিলেট গণজাগরণ মঞ্চে একজন সক্রিয় কর্মী ছিলেন। তার হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করছি। এই খুনের ঘটনার মাধ্যমে এটা প্রমানিত হলো, এই সরকার সন্ত্রাস দমনে সম্পূর্ণ উদাসীন এবং ব্যর্থ। সরকারের ব্যর্থতার ফলেই একের পর এক মুক্তচিন্তকদের উপর এই আঘাতের ঘটনাগুলো ঘটছে।মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি আরো বলেন, যদি মানুষের জানমালের নিরাপত্তা দিতে না পারে তাহলে আদতে তাদের কি ক্ষমতায় থাকার কোনো অধিকার আছে? আড়াই মাসের মধ্যে তিনজন প্রগতিশীল লেখককে হত্যা করা হলো অথচ সরকার তামাশা দেখা ছাড়া আর কিছু করেনি। এদের কাছে বিচার দাবি করারও কোনো যৌক্তিকতা আমি আর খুঁজে পাচ্ছি না। তারপরও আমাদের দাঁড়াতে হবে। হ্যাঁ, শক্তভাবে রাজপথে দাঁড়াতে হবে।তিনি বলেন, বাংলাদেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র বানানোর ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দাঁড়াতেই হবে। সকল শক্তি সামর্থ্য নিয়ে দাঁড়াতে হবে। প্রয়োজনে লড়াই করতে হবে খুনী আর তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে। আমি এই অপশক্তির বিরুদ্ধে রক্ত দিতে প্রস্তুত আছি। আপনিও আসুন, দেশটা বাঁচাই।এএ

Advertisement