জাতীয়

এবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে ৪ জুন

দিনক্ষণ অনুযায়ী বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন পালিত হওয়ার কথা থাকলেও চলতি বছর দেশে দিবসটি পালিত হবে ৪ জুন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপন অভিযান, পরিবেশমেলা ও তিনমাস ব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করবেন।

Advertisement

এ বছর পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে’। আর দিবসের স্লোগান ‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার’।

বুধবার পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, বন ও পরিবেশ রক্ষায় সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগের তুলনায় মন্ত্রণালয়ের ভাবমূর্তি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইশতিয়াক আহমেদ। পরিবেশ দূষণ রোধে মিডিয়া গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন তিনি।

Advertisement

এমইউ/এমএমজেড/জেআইএম