আইন-আদালত

মওদুদের বাড়ি নিয়ে রিভিউ শুনানি শেষ : রায় ৪ জুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের গুলশানের বাড়ির মালিকানা নিয়ে চলমান মামলার দুদক ও মওদুদের রিভিউ শুনানি শেষ হয়েছে। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে ৪ জুন রায়ের দিন নির্ধারণ করেছেন।

Advertisement

আদালতে মওদুদ আহমেদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, কামরুল হক সিদ্দিকী, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ।

আইনজীবী আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের বলেন, এই মামলার শুনানি শেষ হয়েছে। আদালত রায়ের জন্য আগামী ৪ জুন (রোববার) দিন ধার্য করেছেন।

গত বছর ২ আগস্ট মওদুদ আহমেদের ভাই মনজুর আহমদের নামে ওই বাড়ির নামজারির নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজউকের আপিল গ্রহণ করেন আপিল বিভাগ। পরে আইনজীবীরা জানান, তিন দশক ধরে থাকা ওই বাড়ি এখন ছাড়তে হচ্ছে বিএনপির সিনিয়র এই নেতাকে।

Advertisement

গত ৩০ আগস্ট এই মামলার ৮০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই রায়ের বিরুদ্ধে পরে মওদুদ রিভিউ করেন।

এফএইচ/আরএস/জেআইএম