জাতীয়

১১৮ দেশে রফতানি হচ্ছে পাটপণ্য

বর্তমানে বিশ্বের ১১৮টি দেশে বাংলাদেশের উৎপাদিত বিভিন্ন ধরনের পাটপণ্য রফতানি করা হচ্ছে বলে জাতীয় সংসদে জানানো হয়েছে।

Advertisement

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে বেগম হোসেন আরা লুৎফা ডালিয়ার (সংরক্ষিত নারী আসন-৩) এক লিখিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রীর পক্ষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী মির্জা আজম। এ সময় মন্ত্রী অধিবেশনে উপস্থিত ছিলেন না।

মির্জা আজম জানান, এসব পাটপণ্যগুলো হলো- মিনারেল ওয়েল ট্রিটেড, অয়েল ট্রিটেড হেসিয়ান কাপড় এবং ব্যাগ, ভেজিটেবল অয়েল ট্রিটেড স্যাকিং কাপড় এবং ব্যাগ, সয়েল সেভার বা জিও জুট, পাটের বিভিন্ন প্রকারের সুতা, সিবিসি এবং পাটের শপিং ব্যাগ।

এছাড়া সংসদ সদস্য দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিজেএমসির পাটকলগুলোতে পাটপণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মোট দুই লাখ ৫৬ হাজার ৪৬২ মেট্রিকটন। এই লক্ষ্যমাত্রা বিগত অর্থবছরের তুলনায় সাত হাজার ৭১৮ মেট্রিকটন কম।

Advertisement

এইচএস/এসআর/পিআর