রহমতের দশকের চতুর্থ দিন আজ। আল্লাহ তাআলার এমন কোনো বান্দা নেই, যে তাঁর রহমত ছাড়া নাজাত লাভ করবে। আর আল্লাহ তাআলা নিজেও তার রহমত হতে নিরাশ না হতে সুসংবাদ দিয়েছেন।
Advertisement
এ কারণেই মুসলিম উম্মাহ আল্লাহর রহমত পেতে সদা-সর্বদা তার স্মরণে থাকে আত্মহারা পাগলপারা। রমজানের চতুর্থ দিনে আল্লাহ তাআলার রহমত লাভের জন্য একটি দোয়া তুলে ধরা হলো-
উচ্চারণ : আল্লাহুম্মা ক্বাউয়্যিনি ফিহি আ’লা ইক্বামাতি আমরিক; ওয়া আজক্বিনি ফিহি হালাওয়াতা জিকরিক; ওয়া আওযি’নি ফিহি লিআদায়ি শুকরিকা বিকারামিক; ওয়াহফিজনি ফিহি বিহিফজিকা ওয়া সাতরিক; ইয়া আব্চারান নাজিরিন।
অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে তোমার নির্দেশ পালনের শক্তি দাও। তোমার জিকিরের মাধুর্য আমাকে আস্বাদন করাও। তোমার অপার করুণার মাধ্যমে আমাকে তোমার কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য প্রস্তুত কর। হে দৃষ্টিমানদের মধ্যে শ্রেষ্ঠ দৃষ্টিমান। আমাকে এ দিনে তোমারই আশ্রয় ও হিফাজতে রক্ষা কর।
Advertisement
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ দোয়াসহ নফল নামাজ আদায় এবং যাবতীয় অন্যায় কাজ থেকে মুক্ত থেকে রোনাজারি করার মাধ্যমে তার রহমত লাভের তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/পিআর
Advertisement