তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েড এম দেবে তথ্য নিরাপত্তা সুবিধা

গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ এমে ভোক্তাদের জন্য থাকছে তথ্য নিরাপত্তার সুযোগ। এতে বিভিন্ন অ্যাপ্লিকেশনে ব্যক্তিগত তথ্য আদান-প্রদানের মাত্রা ব্যবহারকারী নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। খবর রাডারটেক।তবে নিয়ন্ত্রণের ব্যাপকতা নিয়ে এখনো কিছু জানায়নি গুগল। বিভিন্ন অ্যাপে ব্যক্তিগত তথ্যের আদান-প্রদান নিয়ে ভোক্তাদের অভিযোগ আমলে নিয়ে অ্যান্ড্রয়েড এম অপারেটিং সিস্টেমে এ সুবিধা দেবে গুগল। ব্লুমবার্গের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, শুধু তথ্যই নয়; ফটো, কনট্যাক্ট লিস্ট এবং নিজেদের অবস্থান-সংক্রান্ত তথ্য এ নিয়ন্ত্রণের আওতায় থাকবে। এ খবর ভোক্তাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে কিছুটা হলেও নিশ্চিত করবে বলে ধারণা করা হচ্ছে।গুগল বিস্তারিত কিছু না জানালেও ধারণা করা হচ্ছে, এ মাসের শেষ দিকে সানফ্রান্সিসকোয় অনুষ্ঠেয় ডেভেলপারদের সম্মেলনে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের ঘোষণা দেয়া হবে।এআরএস/এমএস

Advertisement