জাতীয়

গ্রাহকের সঙ্গে প্রতারণা : আমিন জুয়েলার্সের দুই কর্মকর্তা গ্রেফতার

রাজশাহীর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার তাহমিনা আক্তার পলির কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আমিন জুয়েলার্সের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

তারা হলেন মনির হোসেন (২৯) ও বিমান কুমার ভদ্র (৩৮)। মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের আমিন জুয়েলার্স ২ নম্বর শাখা থেকে তাদের গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।

পরে তিনদিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়। আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

এ বিষয়ে আমিন জুয়েলার্সের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, ওই গ্রাহক আমাদের যে শো-রুমে এসেছেন সেখানে কোনো পয়েন্ট অব সেল মেশিন (কার্ড পাঞ্চে বিল পরিশোধ করার মেশিন) ছিল না। তাই আমাদের বায়তুল মোকাররমে আমাদের আরেক শাখায় কার্ড পাঞ্চ করতে যায়। সেখানে কার্ডটি কাজ করেনি। কার্ডটি তাকে ফেরত দেয়া হয়। কিন্তু ওই ভদ্র মহিলা কিছুক্ষণ পর এসে অভিযোগ করেন যে তার কার্ড থেকে আমরা টাকা কেটে নিয়েছি। আমরা ৫০ হাজার টাকা চুরি করতে যাবো কেন। পুলিশ এবং আমাদের নিজস্ব কর্মচারীরা ব্যাংকে গিয়েছে। তদন্ত চলছে। আমি নিশ্চিত আমাদের পক্ষ থেকে কোনো চুরির ঘটনা ঘটেনি, টেকনিক্যাল ফল্ট (কারিগরি ত্রুটি) থাকতে পারে।

এআর/বিএ/এআরএস/জেআইএম