জাতীয়

তামাক নিয়ন্ত্রণে সহায়তাপ্রাপ্ত সংগঠন নজরদারিতে আনার দাবি

দেশে তামাক নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী সংগঠনকে সক্রিয় করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট। একই সঙ্গে যেসব সংগঠন বিদেশি সহযোগিতা পাচ্ছে সেসব সংগঠনকে নজরদারির আওতায় আনারও দাবি জানানো হয়েছে।

Advertisement

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর পান্থপথে এসইএল সেন্টারে ‘তামাকবিরোধী আন্দোলনে তামাকবিরোধী সংগঠনের সক্রিয়তা জোরদার প্রয়োজন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ দাবি জানানো হয়।

সেমিনারে জোটের নেতারা বলেছেন, তামাক নিয়ন্ত্রণে কাজ করছে সাত শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। অথচ বৈদেশিক সহায়তা পাচ্ছে মাত্র সাতটি সংগঠন। বৈদেশিক সহায়তাপ্রাপ্ত সংগঠনগুলো স্বেচ্ছাসেবী সংগঠনের কাজকে আড়ালে রেখে নিজেরা ফায়দা লুটছে। এতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজে আগ্রহ হারিয়ে ফেলছে। বিদেশি সহায়তাপ্রাপ্ত সংগঠনের কার্যক্রম নজরদারিতে আনার দাবি জানিয়েছেন তারা।

অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ তামাকবিরোধী জোট, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মানবিক, ওয়াইএসএসই, সেরিদ, ওয়াইসিবি, অরুণোদয়ের তরুণ দল, গ্রিন মাইন্ড সোসাইটি, এলআরবি ফাউন্ডেশন, স্বপ্নের সিঁড়ি, স্বদেশ মৃত্তিকা, এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন, আপন ফাউন্ডেশন, ইয়ুথ সান, জনস্বার্থ ফাউন্ডেশন ও স্বচ্ছ ফাউন্ডেশন।

Advertisement

বক্তারা বলেন, কৌশলগত কর্মপরিকল্পনা না থাকায় সরকারি বিভিন্ন সংস্থা বিচ্ছিন্নভাবে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল অত্যন্ত সক্রিয় থাকলেও তামাক নিয়ন্ত্রণ কাজে সমন্বয় ব্যাহত হচ্ছে। বিদ্যমান আইন বাস্তবায়নসহ তামাক নিয়ন্ত্রণের সার্বিক বিষয়কে গুরুত্ব দিয়ে একটি কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ জরুরি।

বাংলাদেশ তামাকবিরোধী জোটের বোর্ড অব ট্রাস্টি এম. রফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জনস্বার্থ ফাউন্ডেশনের সভাপতি ডি এম সাকলায়েন, এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের সমন্বয়কারী ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা, ওয়াইএসএসই প্রেসিডেন্ট শেখ মো. ইউসুফ হোসেন, সেরিদের নির্বাহী পরিচালক জুয়েল রানা, ওয়াইসিবি সভাপতি হিমেল রহমান, অরুণোদয়ের তরুণ দল-এর নির্বাহী শহিদুল ইসলাম বাবু, এলআরবি ফাউন্ডেশনের সভাপতি সুলতানা রাজিয়া শিলা, স্বপ্নের সিঁড়ি’র নির্বাহী পরিচালক উম্মে সালমা, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়নের হেলাল উদ্দিন, আপন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফতাব জামান, স্বচ্ছ ফাউন্ডেশনের সুমন শেখ, ইয়ুথ সানের মাকিবুল হাসান। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সেরিদের প্রোগ্রাম অফিসার হেলাল উদ্দিন।

এমএসএস/ওআর/বিএ

Advertisement