স্বাস্থ্য

৯ ট্রমা সেন্টার স্থাপনে সহায়তা দেবে ডেনমার্ক

নির্যাতিত নারী ও শিশুদের প্রয়োজনীয় আইনি ও চিকিৎসা সেবা এবং কাউন্সিলিং প্রদানে নতুন নয়টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, সাতটি ওয়ান স্টপ ক্রাইসিস সেল ও নয়টি ট্রমা কাউন্সিলিং সেন্টার স্থাপনে সহায়তা করবে ডেনমার্ক সরকার।

Advertisement

মঙ্গলবার বিকেলে এ বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির উপস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিখাইল হেমনিটি উইনথার এবং মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়।

চুক্তি অনুযায়ী প্রকল্প বাস্তবায়নে ডেনমার্ক সরকার ২৪ মিলিয়ন ডেনিশ ক্রোনার (২৭ কোটিরে বেশি) টাকা দেবে। এসব প্রতিষ্ঠান নির্মাণের ফলে নির্যাতনের শিকার নারী ও শিশুদের সেবাপ্রাপ্তি সহজলভ্য হবে এবং ভবিষ্যতে নারী ও শিশু নির্যাতন হ্রাস পাবে।

এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ধারাবাহিকভাবে বাংলাদেশকে সহায়তা করায় ডেনমার্ক সরকারকে ধন্যবাদ জানান এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে আরও সহযোগিতার আহ্বান জানান।

Advertisement

অনুষ্ঠানে ডেনমার্কের  রাষ্ট্রদূত নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নারীর জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করা গেলে নারী নির্যাতন বন্ধ করা সম্ভব।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেনসহ মন্ত্রণালয় ও ডেনমার্ক দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের যৌথ উদ্যোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম (৪র্থ) বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থাসর সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা হ্রাস এবং সেবা কার্যক্রম জোরদার করা।

এই প্রকল্পের আওতায় বর্তমানে নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য আটটি মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি, জেলা সদর হাসাপাতালে ৪০টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল, ঢাকায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন সেন্টার (১০৯), ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার  পরিচালিত হচ্ছে।

Advertisement

এফএইচএস/এসআর/আরআইপি