আন্তর্জাতিক

ওবামার বৈঠকে যোগ দিচ্ছেন না সৌদি বাদশা

এ বছরের যুক্তরাষ্ট্র-আরব সম্মেলনে প্রেসিডেন্ট বারাক ওবামার আতিথেয়তায় যোগ দিচ্ছেন না সৌদি আরবের বাদশাহ সালমান।গত রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর এই কথা জানান।তিনি বলেন, বাদশাহ’র হোয়াইট হাউস বৈঠকে যোগদানের পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে। চলতি সপ্তাহের বুধবার এই সম্মেলন শুরু হওয়ার কথা। এই সম্মেলনে গালফ-কো-অপারেশন কাউন্সিলের ৬ সদস্য হোয়াইট হাউস সফর করবেন, এবং পরে প্রেসিডেন্টের ক্যাম্প ডেইভি অবকাশ যাপন কেন্দ্রে তারা বৃহস্পতিবার পর্যন্ত বৈঠক করবেন।জুবেইর জানান বাদশাহ সালমান, তাঁর জায়গায় যুবরাজ মুহম্মদ বিন নায়েফকে পাঠাবেন। তিনি আরও বলেছেন, সেই সম্মেলন হবে তখনই, যখন মানবিক কারণে, প্রতিবেশী ইয়েমেনে ৫ দিনের যুদ্ধবিরতি চলবে। সেখানে, সরকার-বিরোধী বিদ্রোহীদের দমনে সৌদি আরব বিমান অভিযান পরিচালনা করছে।ওবামা প্রশাসনের এক কর্মকর্তা অবশ্য বলেছেন, সৌদি বাদশাহ্`র এ সিদ্ধান্ত কোন কিছুর পাল্টা জবাব নয়।এসকেডি/আরআই/এসআরজে

Advertisement