ব্যবহারকারীদের জন্য সার্চ ইঞ্জিন চালু করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যেকোন ধরনের স্মার্টফোন ব্যবহারকারী এই সুবিধাটি পেতে পারেন। এই সার্চ ইঞ্জিনের সহায়তায় বিভিন্ন ওয়েবসাইট, আর্টিকেলের লিংক পাওয়া যাবে।ফেসবুক জানায়, স্ট্যাটাস আপডেট দেয়ার জন্য এই সার্চ ইঞ্জিন কাজে দেবে। নিউজ ফিডে কুয়ারি আকারে সার্চ রেজাল্টের লিংক দেখাবে। সেই লিংক চাইলে স্ট্যাটাসেও যোগ করা যাবে।‘অ্যাড এ লিংক’ বাটনের সহায়তায় ব্যবহারকারী বিভিন্ন নিউজ এবং অন্যান্য দরকারী বিষয় শেয়ার করতে পারবেন বলেও জানায় প্রদিষ্ঠানটি।এখনো ফেসবুক সার্চ ইঞ্জিন সবার জন্য উন্মক্ত করা হয়নি। এটি পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের ছোট কয়েকটি গ্রুপে চালু হয়েছে। ফেসবুক দাবী করছে তাদের সার্চ ইঞ্জিন চালু হলে ব্যবহারকারী গুগল, ইয়াহুর মত সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হবে না।এসকেডি/আরআই
Advertisement