ধর্ম

ইতিহাসের পাতায় তৃতীয় রমজান

পবিত্র রমজান মাস রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে প্রতি বছরই মানুষের নিকট ফিরে আসে। মানব সৃষ্টির সূচনালগ্ন থেকেই এ পবিত্র মাসে ঘটেছে অসংখ্য ঘটনা।

Advertisement

মানবতার মুক্তির লক্ষ্যে আল্লাহ তাআলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল-কুরআনুল কারিমও এ মাসেই নাজিল করেছেন। এ মাসেই আল্লাহ তাআলা ইসলামের সুমহান বিজয় দান করেছেন। মুসলিম উম্মাহর জন্য অনেক মূল্যবান ও মর্যাদার উপদেশ এবং শিক্ষা গ্রহণের মাস রমজান।

আজ রমজান মাসের ৩ তারিখ। ইসলামের ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখ্যযোগ্য ঘটনা হলো-

>> বদর যুদ্ধের জন্য রওয়ানারাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের প্রথম সমর যুদ্ধখ্যাত ঐতিহাসিক ‘বদর যুদ্ধ’-এর জন্য মদিনা থেকে বের হন। দ্বিতীয় হিজরির ৩ রমজান তিনি সাহাবায়ে কেরামদের সঙ্গে নিয়ে বদর প্রান্তরের দিকে রহওয়া হন।

Advertisement

>> হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালজান্নাতি রমনীদের নেত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ মহিয়সী নারী, ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর জননী, প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নয়নের মণি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ২৯ বছর বয়সে ১১ হিজরির ৩ রমজান মঙ্গলবার রাতে (৬৩২ খ্রিস্টাব্দ) ইন্তেকাল করেন।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর তাঁর পরিবার বর্গের মধ্যে সর্বপ্রথম তিনিই ইন্তেকাল করেন।

এমএমএস/পিআর

Advertisement