বিনোদন

রোজা রেখে ভুলে খেজুরের রস খেয়েছিলাম : ঈশিকা

বছর ঘুরে আবার চলে এসেছে সিয়াম সাধনার মাস রমজান। আজ মঙ্গলবার তৃতীয় রমজান। মুসলিম বিশ্বের জন্য পবিত্র এই এক মাসের মাহাত্ম্য বর্ণনাতীত। তাই সব কিছু ছাপিয়ে প্রতিটি মুসলমান চেষ্টা করেন রোজা পালন করার। শোবিজের তারকারও এর বাইরে নন। জাগো নিউজের পাঠকদের জন্য রমজানের তৃতীয়দিনে মডেল-অভিনেত্রী ঈশিকা খান জানালেন তার প্রথম রোজা রাখার অভিজ্ঞতা।

Advertisement

বলেন, ‘আমার বাবা-মা আমার ফুফার চিকিৎসার জন্য ইন্ডিয়া গিয়েছিল। তখন আমাকে নানুবাড়ি রেখে যায়, বাগেরহাটে। সে সময়ই আমি প্রথম রোজা রাখি। বয়স তখন ৬/৭ বছর হবে। মনে আছে, ভোর রাতে আমি সেহেরি খেয়ে রোজা রাখি। কিন্তু সকালে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় দেখি খেজুর রস। রোজা রেখে মনের ভুলে খেজুরের রস খেয়েছিলাম।’

তিনি আরও জানান, ‘দূর থেকে নানু এটা দেখতে পান। আমাকে জিজ্ঞেস করেন, আমি তো রোজা! তাহলে রস কেন খাচ্ছি? তখন আমার মনে পড়ে, আমি তো রোজা! তখন লজ্জায় রাঙা হয়ে গিয়েছিলাম!’

অভিনেত্রী ঈশিকা খান বলেন, ‘এরপর আমার বয়স যখন ১০/১১ বছর হয়, তখন থেকে টানা সবগুলো রোজা পালন করি। খুব ভালো মনে পড়ে, বারবার ঘড়ি দেখতাম কখন ইফতারের সময় হবে, পিপাসা লাগতো, ঘরে শুয়ে থাকতাম চুপচাপ। আরও অনেক স্মৃতি রয়েছে। তবে আমি মনে করি, শুধু সারাদিন উপোস করলেই রোজা হয় না, এ জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। কারণ, রোজা রাখা যতটা জরুরি, নামাজ আদায় করাও ততটা জরুরি। আমি সেটাই করি।’

Advertisement

এ ছাড়া শুটিংয়ে থাকলে নানা কারণে রোজা রাখা সম্ভব না হলে পরে সেগুলো পালনের চেষ্টা করেন বলেও জানান এ অভিনেত্রী।

বিয়ের পর লন্ডনে চলে গিয়েছিলেন মডেল ও অভিনেত্রী ঈশিকা খান। সেখানে স্বামী-সংসার নিয়ে টানা ৬ মাস ৬ দিন থাকার পর গত ১৩ এপ্রিল পুত্রসহ দেশে ফিরেছেন তিনি। তবে আগের মত ব্যস্ততা না বাড়লে বর্তমানে মাছরাঙা টিভির ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান ‘পাওয়ার প্লে’র উপস্থাপনা করছেন তিনি।

এবার ঈদের এখনো কোনো নাটকে অভিনয় করেননি ঈশিকা। তিনি বলেন, ঈদ নাটকে কাজের অফার আসছে। এখনও কোনো নাটকে কাজ করিনি। কাজ করলে অবশ্যই জানাব।

এনই/আরএস/জেআইএম

Advertisement