দশম জাতীয় সংসদের ১৬ তম ও বাজেট অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
Advertisement
এ অধিবেশন চলবে ১৩ জুলাই (শনিবার) পর্যন্ত। বাজেট পেশ করা হবে ১ জুন (বৃহস্পতিবার)। আর বাজেট পাস হবে ২৯ জুন (বৃহস্পতিবার)।
সংসদের বৈঠক শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির ১৬ তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এ সময় কমিটির সদস্য ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহাম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ,রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মঈন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
Advertisement
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে অধিবেশন ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত মুলতবি থাকবে।
রমজান মাসে প্রতিদিন সকাল সাড়ে ১০ টায় অধিবেশন শুরু হবে। প্রয়োজনে স্পিকার এ সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন। এবার বাজেট বক্তৃতার উপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। একই সঙ্গে দুই সাবেক এমপিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়।
এরপর তিনি সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে যথাক্রমে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, শামসুল হক টুকু, মাহবুব আলী, এবিএম রুহুল আমিন হাওলাদার এবং ফজিলাতুন নেসা বাপ্পীকে মনোনয়ন দেন।
Advertisement
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদের অধিবেশনে সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন তারা।
এইচএস/এমএমএ/জেআইএম