ধর্ম

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হাফেজ তরিকের দুবাই গমন

মধ্য প্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ‘দুবাই অ্যাওয়ার্ড’ নামে পরিচিত ২১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা দুবাইয়ের কালচারাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে আগামী ৮ রমজান শুরু হবে। এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে গতকাল (২৯ মে) ঢাকা ত্যাগ করেন কিশোর হাফেজ তরিকুল ইসলাম।

Advertisement

২১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৭২টি দেশের প্রতিনিধিরা অংশ গ্রহণ করবে। এ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কিশোর হাফেজ তরিকুল ইসলাম। প্রতিযোগিতাটি আগামী ১৮ রমজান শেষ হবে।

এর আগে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় তিন শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে ২১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য নির্বাচিত হন হাফেজ তরিকুল ইসলাম।

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের মো. আবু বকর সিদ্দিক ও তহুরা বেগম দম্পতির সন্তান হাফেজ তরিকুল ইসলাম।

Advertisement

নিজ গ্রামের শামসুল উলুম ইসলামিয়া মাদরাসায় পড়ালেখা শুরু হলেও সে ২০১০ সালে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচারে প্রতিষ্ঠিত নুরে মদিনা তাহফিজুল কুরআন মাদরাসায় হেফজ শুরু করেন। সেখানে ৩ বছরে কুরআনের হেফজ শেষ করেন।

কুরআনের উন্নত শিক্ষা লাভে হাফেজ তরিকুল ইসলাম রাজধানী ঢাকার যাত্রাবাড়িস্থ হাফেজ ক্বারি নেছার আহমদ আন-নাছিরি পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় ভর্তি হন।

২০১৩ সালে মাছরাঙা টেলিভিশনে অনুষ্ঠিত কুরআনের রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিযোগিতায় হাফেজ তরিকুল ইসলাম ২য় স্থান অধিকার করলেও কোনো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় এবারই তার প্রথম বিদেশ সফর।

উল্লেখ্য যে, গতবছর এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে হাফেজ আবদুল্লাহ আল মামুন হিফজ গ্রুপে চতুর্থ স্থান এবং হুসনে সাউত তথা সুন্দর কণ্ঠের তিলাওয়াতের জন্য দ্বিতীয় স্থান অর্জন করেছিল।

Advertisement

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় আল্লাহ তাআলা হাফেজ তরিকুল ইসলামকে সাফলতা দান করুন। আমিন।

এমএমএস/এমএস