খেলাধুলা

দৃষ্টিকটু উল্লাসের জন্য ইমরানকে আইসিসির ধিক্কার

তামিম ইকবালকে সাজঘরে ফিরিয়ে দেয়ারপর ইমরান খানের  দৃষ্টিকটু  উল্লাসের জন্য পাকিস্তানের এই পেসারকে ধিক্কার জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি।এমনিতেই গোটা সিরিজেই তামিমের ব্যাট হেনস্থা করেছে পাকিস্থানি বোলারদের। কাজেই তাকে আটকানোর জন্য বিশেষ পরিকল্পনাও এঁটেছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। আর সেই পরিকল্পনা বাস্তবায়নে অংশ নেন পাকিস্তানের নতুন পেসার ইমরান খান।রোববার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তামিমকে আউট করার পর ইমরান খান যেভাবে উল্লাস করেছে তাতে আইসিসির আচরণবিধি নীতিমালার ‘লেভেল ওয়ান’ ভঙ্গ হয়েছে। মাঠের দুই আম্পায়ার আর থার্ড আম্পায়ার পাকিস্তানের এই বোলারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আইসিসির পক্ষ থেকে তাকে ধিক্কার জানানো হলো।’উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে ঢাকা টেস্টের চতুর্থ দিনে। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে আউট করেছিলেন ইমরান খান। এরপর তামিমকে আগ্রাসীভাবে বিদায় নিতে বলেছিলেন পাকিস্তানের এই পেসার। যা হয়তো ক্রিকেটীয় আচরণের মধ্যে পড়ে না। তাই তিরস্কার পেতে হলো ইমরানকে।এসকেডি/আরআই

Advertisement