স্বসগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হার নিশ্চিত হয়েছিল আগেই। তবে শেষ ম্যাচে ৭ উইকেটের জয় দিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এ ম্যাচে নতুন এক রেকর্ড গড়েছেন প্রোটিয়া ওপেনার হাশিম আমলা। ভারতের অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভেঙে ওয়াডেতে সবচেয়ে কম ইনিংসে ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছান আমলা।
Advertisement
রেকর্ড নিজের করে নিতে আমলার লেগেছে ১৫০ ইনিংস। গত বছরের জানুয়ারিতে ১৬১ ইনিংসে রেকর্ড গড়েছিলেন কোহলি। এর আগে সবচেয়ে কম ইনিংসে ৬ হাজার রান করেও কোহলির রেকর্ড ভেঙেছিলেন আমলা।
আগে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড যৌথভাবে ছিল কোহলি ও ভিভ রিচার্ডসের। ওই রেকর্ডটিও নিজের করে নেন আমলা। আর ৩ ও ৪ হাজার রানের রেকর্ড আমলা কেড়ে নিয়েছিলেন রিচার্ডসের কাছ থেকেই। এবার তার লক্ষ্য স্বদেশী ডি ভিলিয়ার্সের ১৮২ ইনিংসে গড়া দ্রুততম ৮ হাজার রানের রেকর্ডে।
এমআর/এমএস
Advertisement