ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ভোর পৌনে ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Advertisement
আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম ও কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত বলবত রেখেছে। আজ সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
১০ নম্বর মহাবিপদ সংকেত নিয়ে আসা ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সকাল নাগাদ চট্টগ্রাম উপকূলে আঘাত হানবে বলে আভাস দেয়া হচ্ছে, তাই সতর্কতা হিসেবে বিমানবন্দর কর্তৃপক্ষের এই পদক্ষেপ।
এদিকে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, তারা সকাল ৯টায় পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
Advertisement
বিএ