জাতীয়

নারী লাঞ্ছনার প্রতিবাদকারীদের ওপর হামলায় পুলিশ সদস্য বরখাস্ত

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিতে পুলিশি ঘটনায় এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হযেছে। সোমবার বিকেলে ডিএমপি (মিডিয়া) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বরখাস্ত ওই পুলিশ সদস্যের নাম আনিসুর রহমান। তিনি ডিএমপিতে নায়েক পদে কর্মরত ছিলেন।  এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডিএমপি’র (মিডিয়া) সহকারী কমিশনার রবিউল আরাফাত জানান, বিভিন্ন মিডিয়ায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ওপর কিছু মারধরের ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। ওই ছবি ও ভিডিও ফুটেজ দেখে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।পাশাপাশি রোববার ছাত্র ইউনিয়নের ডিএমপি ঘেরাওয়ের ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের গৃহীত পদক্ষেপ সঠিক ছিল কিনা তা খতিয়ে দেখতে সোমবার তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্ট্রিক্স, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. বেলালুর রহমানকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।কমিটির অপর সদস্যরা হলেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কৃঞ্চ পদ রায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি। পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যানে বখাটেদের হাতে লাঞ্ছিত হন বেশ কিছু নারী। জেইউ/আরআইপি

Advertisement