খেলাধুলা

ভারতের কাছে ৫৬ কোটি টাকা দাবি পাকিস্তানের

ভারত এবং পাকিস্তান ক্রিকেট সিরিজ নিয়ে আবারও শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। পাকিস্তান বলছে দুই বছর আগে সাক্ষরিত সমঝোতা স্বারক অনুসারে ভারতকে তাদের বিপক্ষে সিরিজ খেলতেই হবে। সমঝোতা স্বারক সাক্ষরের পর দুই বছরে দুটি হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ অনুষ্ঠিত হয়ে যাওয়ার কথা; কিন্তু ভারত পাকিস্তানের বিপক্ষে খেলতেই রাজি নয়। বিসিসিআই উদ্যোগ নিলেও সরকারের বাধার কারণে আর সিরিজটি খেলতে পারছে না ভারত।

Advertisement

এমনই এক পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের দুই পক্ষের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে দু’ধরনের বক্তব্য। ভারতের ক্রীড়া মন্ত্রী বিজয় গোয়েল বলে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেট নয়। সীমান্ত সংঘাত বন্ধ না হলেও কোনোভাবেই এই সিরিজ আয়োজন করা সম্ভব নয়।

অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজম শেঠি বলেছেন, ‘ভারত যদি পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে রাজি না হয়, তাহলে পাকিস্তানকে ক্ষতিপূরণ দিতে হবে।’ কত ক্ষতিপূরণ দিতে হবে? নাজম শেঠি নিজেই জানিয়ে দিয়েছেন সেটা, ৭ কোটি ডলার (প্রায় ৫৬ কোটি ৩৬ লাখ টাকা)।

আগামী আগস্টেই নাজম শেঠি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। বোর্ডের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা এখন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘স্বাক্ষরিত সমঝোতা স্বারক নিয়ে আমরা দেশে এবং বিদেশের আইনজীবীদের সঙ্গে আলাপ করেছি। তাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, ভারতের বিপক্ষে আইনী প্রক্রিয়ায় যাওয়া সম্ভব। তারা যদি আমাদের বিপক্ষে খেলতে রাজি না হয়, তাহলে অবশ্যই আমরা আইনী পদক্ষেপ নেবো।’

Advertisement

তবে সহসাই আইনি পদক্ষেপের দিকে হাঁটছে না পিসিবি। নাজম শেঠি জানিয়েছেন, ‘আমরা ইতিমধ্যে বিসিসিআইয়ের সঙ্গে দুটি মিটিংয়ের আয়োজন করেছি। আইসিসিতে আরও একটি মিটিংয়ের পরিকল্পনা রয়েছে। যেখানে আইসিসিও থাকবে। তারা যদি আমাদের সঙ্গে খেলতে রাজি হয়, তাহলে এটা তো ঠিকই আছে। অন্যথা আমরা আইনী পদক্ষেপ নিতে বাধ্য হবো।’

নাজম শেঠি বিশ্বাস করেন, দু’দেশের মধ্যে সাক্ষরিত সমঝোতা স্বারকের শর্ত ভঙ্গ করে ভারত তাহলে তাদের কাছ থেকে মোটা অংকের জরিমানা আদায় করতে পারবে পিসিবি। তিনি বলেন, ‘তারা অবশ্যই আমাদেরকে ৭ কোটি ডলার জরিমানা দেবে।’

আইএইচএস/পিআর

Advertisement