ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রমজানের দ্বিতীয় রোজায় সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে কূটনৈতিকদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি।
Advertisement
ইফতার মাহফিলে খালেদা জিয়ার সঙ্গে একই টেবিলে বসেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, আরব আমিরাতের রাষ্ট্রদূত ডা. সাঈদ বিন হাজের আল শাহী, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট, ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারে মায়াদুন, তুরস্কের রাষ্ট্রদূত ডেবরিম ওসতুর্ক, পাকিস্তানের হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকী, কুয়েতের রাষ্ট্রদূত আদিল মোহাম্মদ এএইচ হায়াত, চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং প্রমুখ।
খালেদা জিয়া হোটেল ওয়েস্টিনে পৌঁছে বেশ কয়েকটি টেবিলে গিয়ে আগতদের সঙ্গে কুশলবিনিময় করেন।
ইফতারে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ইনাম আহমেদ চৌধুরী, আব্দুল আ্উয়াল মিন্টু, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, আব্দুল কাইয়ুম, প্রফেসর সুকোমল বড়ুয়া, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, প্রেস উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
Advertisement
এছাড়া গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি খন্দকার মোস্তাহিদুর রহমান, শিক্ষাবিদ ড. মাহফুজ উল্লাহ, সাংবাদিক মাহবুব উল্লাহ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
এমএম/জেডএ/পিআর