গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর রাত ১২টা ০১ মিনিট থেকে মোবাইল অপারেটর টেলিটকে SMS করে সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির আবেদন শুরু হয়েছে শিক্ষার্থীরা ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবে।২১ ও ২২ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারে ছয়টি ইউনিটের অধীনে ১৪ বিভাগে মোট ৬৮০জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে।ইউনিটসমূহ হলো- এ, বি, সি, ডি, ই এবং এফ। এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ নভেম্বর এবং ডি, ই ও এফ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।এ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ফলিত পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বি ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো গণিত, এ্যানালাইটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এবং পরিসংখ্যান, সি ইউনিটের অধীনে বিভাগ হলো ফার্মেসি, ডি ইউনিটের অধীনে বিভাগ হলো ইংরেজি ও বাংলা, ই ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো সমাজবিজ্ঞান, অর্থনীতি ও লোকপ্রশাসন এবং এফ ইউনিটের অধীনে বিভাগ হলো ব্যবস্থাপনা ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস।ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।
Advertisement