জাতীয়

তামাকজনিত রোগে বছরে ক্ষতি ৫ হাজার কোটি টাকা

তামাকজনিত রোগের চিকিৎসা, অকাল মৃত্যু ও পঙ্গুত্বজনিত কারণে প্রতি বছর ক্ষতি হয় পাঁচ হাজার কোটি টাকা। পক্ষান্তরে এখাতে সরকারের বছরে আয় দুই হাজার ৪০০ কোটি টাকা। ফলে বছরে ক্ষতির পরিমাণ দুই হাজার ৬০০ কোটি টাকা।

Advertisement

৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ উপলক্ষে সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘তামাক উন্নয়নের অন্তরায়’।

লিখিত বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে প্রায় সোয়া চার কোটি মানুষ তামাক ব্যবহার করে। ধূমপান ও তামাকের কারণে মানুষ ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও অ্যাজমাসহ নানাবিধ প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়।

এমইউ/এমএমজেড/জেআইএম

Advertisement