রাজনীতি

তারেক যেদিন আসতে চাইবেন, সেদিনই আসবেন : মির্জা আব্বাস

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যেদিন বাংলাদেশে আসতে চাইবেন, সেদিনই আসবেন বলে জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের এ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, তারেক রহমান যেদিন বাংলাদেশে আসতে চাইবেন, সেদিনই আসবেন, কোনো শক্তি নেই যে তাঁকে আটকাতে পারবে। ইনশাআল্লাহ তারেক রহমান ফিরে আসবেন। যে যত কথাই বলুন, সেদিন খুব বেশি দূরে নয়।সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকারের মধ্যে তাড়াহুড়া ভাব কেন? ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চলছে। কেন সন্দেহ হচ্ছে, আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। এটা ঠিক, আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। অবিলম্বে ভোটের অধিকার ফিরিয়ে দিন। তারেক রহমানের বিরুদ্ধে মামলা করে কোনো লাভ হবে না।ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূইয়ার সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন- শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব-উন-নবী খান সোহেল, আবুল খায়ের ভূইয়া, ছাত্রদলের হাবিবুর রশীদ, আজিজুল বারী হেলাল প্রমুখ।

Advertisement