আন্তর্জাতিক

জন্মেই হাঁটা শুরু নবজাতকের!

সন্তান জন্মের পর দু’টি বিষয়ে বাবা-মা ভীষণ খুশি হন। সন্তানের মুখে ডাক শুনে আর তাকে হাঁটতে দেখে। প্রথম দিন হয়তো কিছু ধরে বাচ্চারা দাঁড়ানোর চেষ্টা করে। এরপর তা ছেড়ে দিয়ে দাঁড়ানোর চেষ্টা করে। তারপর হয়তো এক পা দু পা করে বাবা-মার প্রসারিত করা বাহুতে ছুটে অাসে।

Advertisement

কিন্তু সম্প্রতি জন্মের পরপরই এক শিশুর হাঁটা দেখে বিস্ময়ে হতবাক হলো পুরো বিশ্ব। জন্মের পর নার্সের সহায়তায় শিশুর হাঁটার ওই ভিডিও ইতোমধ্যেই ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে।

এরই মধ্যে ৪১ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ৬৮ মিলিয়ন বার দেখা হয়েছে। ভিডিওটি ১.৫ মিলিয়ন বার শেয়ার হয়েছে এবং মন্তব্য করেছেন প্রায় তিন লাখ ২৫ হাজার মানুষ।

শিশুটির প্রায় এক ফুট হেঁটে যাওয়া দেখে মজা করে একজন মন্তব্য করেছেন, এই বাচ্চার নাম উসাইন বোল্ট।

Advertisement

ইউনিভার্সিটি অব রচেস্টার মেডিক্যাল সেন্টার থেকে জানানো হয়েছে, এরকম হাঁটা মিরাকল কিছু নয়, সদ্য ভূমিষ্ঠ শিশু এভাবে হাঁটতে পারে।

ব্রাজিলের আরলেট অ্যারান্টি রোববার ওই ভিডিওটি পোস্ট করেছিলেন। তবে কখন ওই ভিডিওটি ধারণ করা হয়েছে তা জানা যায়নি।

অবশ্য ওই পোস্টে অনেকেই বৈজ্ঞানিক যুক্তি দেখিয়েছেন। কেউ বলছেন, হাঁটার আগে শিশুরা বসতে শেখে, একপাশ থেকে অন্যপাশে গড়াগড়ি করে। এরপর হামাগুড়ি দেয়, আছাড় খায় এবং শেষ পর্যন্ত বিভিন্ন ধাপ পার হয়ে হাঁটতে শেখে।

মোটামুটি নয় থেকে বারো মাসের মধ্যে তারা হাঁটা শুরু করে। আর হাঁটা শিখতে শিশুর দুই বছরের মতো লেগে যায়। কারো বেলায় ১৭-১৮ মাস লেগে যায়, বলেও অনেকর মন্তব্য।

Advertisement

তবে বেশিরভাগই এই ঘটনাকে মিরাকল বলে মনে করছেন।

কেএ/টিটিএন/আরআইপি