ধর্ম

রমজান মাস শান্তি ও ঐক্য বজায় রাখতে সাহায্য করে : মোদী

পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে গতকাল (২৮ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলমানদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছেন।

Advertisement

এ শুভেচ্ছা বক্তব্যে তিনি মুসলমানদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘রমজান এমন একটি মাস, যা ভারতে শান্তি ও ঐক্য বজায় রাখতে সাহায্য করে। পবিত্র রমজান মাস উপলক্ষে তিনি বিশ্ববাসীকেও অভিনন্দন জানান।

দেশের শান্তি ও ঐক্য বজায় রাখতে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মাসে মুসলমানরা নামাজ, রোজা, ইবাদত-বন্দেগিসহ ভালো কাজের মাধ্যমে সময় অতিবাহিত করে বলে উল্লেখ করেনি তিনি।

নরেন্দ্র মোদী আরও বলেন, ‘ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি দেশটির অন্যতম শক্তি। ১২৫ কোটি মানুষের বসবাসের ফলে দেশটিতে বহু ধর্ম, মাজহাব ও সংস্কৃতির লোক বসবাস করে।

Advertisement

উল্লেখ্য যে, ১২৫ কোটি মানুষ অধ্যুষিত ভারতে মুসলমানের সংখ্যা ১৮ কোটিরও বেশি। মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরেই ভারতের অবস্থান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক রমজান মাস সম্পর্ক এ বক্তব্য ইসলামের সাম্য সম্প্রীতি উদারতা সৌন্দর্য ও শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে।

এমএমএস/এমএস

Advertisement