চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি তাহলে গ্লেন ম্যাক্সওয়েল ঝড় দেখা যাবে না? বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মাঝে বিরাজ করছে এমন প্রশ্নই। কারণটা কী? একে তো ইনজুরির কবলে রয়েছেন মারকুটে এই ব্যাটসম্যান। ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে ম্যাক্সওয়েলের ফর্মহীনতা। সব মিলে ম্যাক্সওয়েলকে নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া শিবির।
Advertisement
প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে নেট প্রাকটিসের সময় গুরুতর চোট পেয়েছিলেন ম্যাক্সওয়েল। তারপরও তাকে মাঠে নামায় অস্ট্রেলিয়া। নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অলরাউন্ডার। খুলতে পারেননি রানের খাতাই। নুয়ান প্রদীপের বলে সরাসরি বোল্ডআউট হয়ে ফিরে গেছেন সাজঘরে। ওই ম্যাচে অবশ্য ২ উইকেটে জয় পেয়েছিল স্টিভেন স্মিথের দল।
আজ বার্মিংহামের এজবাস্টনে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে ম্যাক্সওয়েলকে বাইরে রেখেই দল সাজাতে যাচ্ছে অসিরা। মূলত চোটের কারণেই দলের বাইরে থাকতে হচ্ছে তাকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাই ব্যাটিং-বোলিং প্রাকটিসের সুযোগ হয়তো থাকল না তার।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ রয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপপর্বে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মুখোমুখি হবেন স্মিথ-ওয়ার্নাররা। ২ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
Advertisement
এনইউ/আরআইপি