ফিচার

ইফতারে বাদশাহী জিলাপি (দেখুন ছবিতে)

রাজধানীর চকবাজার শাহী মসজিদ সংলগ্ন সড়কে বসে ইফতারের বিশাল আয়োজন। রমজানের আকাঙ্ক্ষিত ইফতারের আকর্ষণ বাদশাহী জিলাপি। এ জিলাপির জন্য বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসে। বাদশাহী জিলাপি দেখুন ছবিতে। ছবি তুলেছেন আবু সালেহ সায়াদাত।

Advertisement

১. প্রতিবছর চকবাজার শাহী মসজিদের সামনের সড়কে ইফতারের অন্যতম আকর্ষণ আড়াই কেজি ওজনের বাদশাহী জিলাপি।

২.    এই জিলাপির স্বাদ-গন্ধ, আকার-আয়তনের মধ্যে রাজকীয় একটা ভাব রয়েছে, তাই এর নাম বাদশাহী জিলাপি।

৩.বাদশাহী জিলাপির প্রতি রোজাদারদের তুমুল আগ্রহ। তাই ইফতারের বিশেষ আয়োজন হলেই চলে আসে চকবাজারের নাম।

Advertisement

৪.    রোজাদারদের আকর্ষিত করতে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় বাদশাহী জিলাপি। তবে শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও ভারি মজা এই জিলাপি।

৫.    বিভিন্ন নকশার বাদশাহী জিলাপি নিয়ে বসেছেন বিক্রেতারা। ইফতারের সময় ঘনিয়ে আসার আগে হাকডাক ছাড়েন তারা।

এসইউ/এমএস

Advertisement