লিওনেল মেসি বল পায়ে কী পারেন, তা অজানা নয় কারোরই। অজানা নয় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদোরও। মেসিকে ভালোবাসেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ফুটবল কারিশমায় তিনি মুগ্ধ। তবে এ বছরের ব্যালন ডি’অরের পুরস্কারটা ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতেই দেখছেন বিশ্বকাপজয়ী ফুটবলার।
Advertisement
২০১৭ সালে ব্যালন ডি`অরজয়ী হিসেবে কাকে বেছে নিতে চান? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদোকে? এমন প্রশ্নের জবাবে ফক্স স্পোর্টসকে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো বলেন, ‘দুজনই অসাধারণ ফুটবলার। আমি মেসিকে ভালোবাসি। বল পায়ে সে অনন্য। গোল করেছে। গোটা মাঠেই দৌড়ে খেলেছে। তবে এই বছর ব্যালন ডি`অরজয়ী হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোকেই বেছে নেব। দুই বছর ধরে অনেক ম্যাচেই ফল নির্ধারকের ভূমিকায় ছিল সে।’
‘দেখুন, চ্যাম্পিয়ন্স লিগেও তেমনটা করেছে রোনালদো। তার অসাধারণ নৈপুণ্যেই রিয়াল মাদ্রিদ এখন ফাইনালে। ক্রিশ্চিয়ানোর সংখ্যাটা আপনি উপেক্ষা করতে পারেন না।’-যোগ করেন রিয়াল মাদ্রিদ ও বার্সার সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো।
এই মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলে ৪০টি গোল করেছেন রোনালদো। রিয়ালের হয়ে ইতোমধ্যে লা লিগা শিরোপা জিতেছেন তিনি। আরেকটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দলকে তুলেছেন এই পর্তুগিজ যুবরাজ।
Advertisement
অপরদিকে গোল সংখ্যায় রোনালদোর থেকে অনেক এগিয়ে মেসি। এই মৌসুমে বার্সেলোনা প্রাণভোমরা নামের যোগ করেছেন ৫৪টি গোল। শিরোপা জিতেছেন একটি। শনিবার আলাভেসকে ৩-১ গোলে হারিয়ে কোপা দেল রের ট্রফি শোকেসে তুলেছেন মেসিরা।
এনইউ/এমএস