ছিটমহলের বাসিন্দাদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ছিটমহলের বাসিন্দাদের যাতে কেউ অত্যাচার করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। তাদের যাতে অসুবিধা না থাকে। তারা যাতে ভালো থাকে সেটি নিশ্চিত করতে হবে।সোমবার সচিবালয়ে মন্ত্রসভার নিয়মিত বৈঠক শেষে টাঙ্গাইল ও পঞ্চগড়ের উন্নয়ন সম্বনয় কমিটির সঙ্গে আলাপকালে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ছিটমহলের বঞ্চিত নাগরিকদের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুৎ, রাস্তাঘাটসহ যখন যা প্রয়োজন, তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এসব আমাদের করতে হবে। তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।প্রধানমন্ত্রী বলেন, ছিটমহলের কারো যেন কোনো ধরনের সমস্যা না হয়। সুন্দরভাবে যাতে সব সমস্যার সমাধান হয়। সেটি দেখতে হবে। প্রশাসন ও রাজনীতিকরা প্রয়োজনে এলাকায় গিয়ে বিষয়টি খেয়াল করবেন। এদিকে, সীমান্ত চুক্তি নিয়ে বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান স্বরচিত একটি কবিতা পড়ে শোনান প্রধানমন্ত্রীকে।এসএ/বিএ/আরআইপি
Advertisement