আন্তর্জাতিক

সিগারেটে ১০০ ভাগ কর আরোপ করছে সৌদি আরব

সিগারেট, কোমল পানীয় ও কার্বোনেটেড পানীয়’র ওপর কর আরোপ করছে সৌদি আরব। আগামী ১০ জুন থেকে নতুন এই কর আরোপ শুরু হবে।

Advertisement

দেশটির জাতীয় দৈনিক সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় সহযোগিতা পরিষদভূক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে সৌদি আরবই প্রথম সিগারেটসহ পানীয়’র ওপর কর আরোপের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। রোববার দেশটির জেনারেল অথরিটি অব জাকাতের বরাতের দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি গ্যাজেট।

এর আগে গত ২৩ মে জিসিসি’র জেনারেল সচিবালয় সিগারেট ও পানীয়’র ওপর ১০০ ভাগ কর আরোপের সিদ্ধান্ত নেয়। এতে বলা হয়, কার্বোনেটেড পানীয়’র ওপর ৫০ শতাংশ কর আরোপ করা হবে। এছাড়া আগামী বছরের ১ জানুয়ারি থেকে এসব পণ্যের ওপর মূল্য সংযোজন করও (ভ্যাট) আরোপ করা হবে।

উপসাগরীয় অঞ্চলের দেশেগুলোতে তামাক পণ্য ও শক্তি পানীয়র ওপর ১০০ ভাগ কর আরোপের সিদ্ধান্ত নেয় জিসিসি। সৌদি আরবের এই কর আরোপের সিদ্ধান্ত লঙ্ঘনকারীকে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুণতে হবে।

Advertisement

এসআইএস/জেআইএম