দেশজুড়ে

কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে বিক্ষোভ

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ওঠেছে। এ অভিযোগ তুলে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার কুমারখালী বাজারে এ ঘটনা ঘটে।জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কুমারখালী বাজারে সাঁড়াশি আভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। প্রথমেই শহরের লাইন রোডের মুসলিম হোটেলে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।পরে শহরের বিভিন্ন হোটেল ও কনফেকশনারিতে জরিমানা আদায় করতে থাকলে ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় ব্যবসায়ীরা একত্রিত হয়ে দোকানপাট বন্ধ রেখে বাইরে অবস্থান নেয়।এ সময় কুমারখালী বণিক সমিতির আয়োজনে ব্যবসায়ীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে থাকে। এক পর্যায়ে নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

Advertisement