খেলাধুলা

ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে চমকে দেবে বাংলাদেশ : নাফীস

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে বাংলাদেশ। গ্রুপপর্বে টাইগারের তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তো বলেই দিয়েছেন, ‘আমরা যে গ্রুপে পড়েছি, সেটা বলতে গেলে “গ্রুপ অব ডেথ”। বিশ্বের বড় তিনটি দলের বিপক্ষে একই গ্রুপে খেলতে হবে আমাদের।’

Advertisement

বাংলাদেশ দলের ‘সাবেক’ ওপেনার শাহরিয়ার নাফীসও মানছেন, ‘গ্রুপ অব ডেথে’ রয়েছে বাংলাদেশ। তবে সেরাটা দিতে পারলে টাইগাররা জিতবেন, এমন বিশ্বাস নাফীসের। জানালেন, ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে চমকে দেবে বাংলাদেশ।

বাস্তবতা মেনে নিয়েই নাফীস বলেন, ‘আমাদের বাস্তবতা বুঝতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের গ্রুপে রয়েছে তিন কঠিন প্রতিপক্ষ। বিশেষ করে, এই তিন দলই ইংলিশ কন্ডিশনে ভালো খেলে থাকে। আর সেই ইংল্যান্ডেই হচ্ছে টুর্নামেন্ট।’

আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে নাফীস বলেন, ‘সম্প্রতি ফর্মে আছে বাংলাদেশ। ব্যাটসম্যানরা রান পাচ্ছে। সাম্প্রতিক ফর্ম বলছে, বাংলাদেশ দল দারুণ আত্মবিশ্বাসী। আমি বিশ্বাস করি, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে চমকে দেবে বাংলাদেশ।’

Advertisement

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে ১ জুন। ওভালের ওই ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ৫ জুন একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাশরাফির দল। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ৯ জুন কার্ডিফে অনুষ্ঠিত হবে ওই ম্যাচ।

এনইউ/পিআর