গরু নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ২১টি গরুসহ দুই ভারতীয় গরু রাখালকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় বিএসএফ সাতক্ষীরার লক্ষিদাড়ি সীমান্তে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত হননি। অন্যদিকে এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। আটক ভারতীয় গরু চোরাকারবারিরা হলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট থানার নাকুদাহ গ্রামের আব্দুর রউফের ছেলে আমিরুল ইসলাম (২২) ও একই থানার গাছা গ্রামের বিপতি ঘোষের ছেলে অভিজিৎ ঘোষ। সীমান্তের একটি সূত্র জানায়, রোববার রাত সাড়ে নয়টার দিকে কয়েকজন ভারতীয় গরু রাখাল ২০/৩০টি গরু নিয়ে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষিদাড়ি সীমান্ত এলাকায় ঢোকেন। এসময় ভোমরা ক্যাম্পের বিজিবি সদস্যরা ২১টি গরুসহ দুই ভারতীয় রাখালকে আটক করে। এ ঘটনার পর লক্ষিদাড়ি সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢোকার সময় দুই চোরাকারবারিসহ ২১টি গরু আটক করা হয়েছে। ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক নজির আহমেদ বকশি জানান, এবার ভারতীয় চোরাকারবারিরা গরু নিয়ে বাাংলাদেশে ঢুকছেন। ভারতীয় গরুসহ দুই জনকে আটক করা হয়েছে। এরপরই বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেছে। ভারতীয় গরুসহ চোরাকারবারিকে আটকের পর এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। এমজেডে/এমএস
Advertisement