ধর্ম

রমজান উপলক্ষে অভাবগ্রস্তদের জন্য ইরানের খাদ্য বিতরণ

রহমত মাগফেরাত ও নাজাতের মাস রমজান। এ মাসের নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমান সাওয়াব লাভ করা যায়। রমজানের নফল ইবাদতের সাওয়াব অনেক বেশি। আমাদের ফরজ ইবাদতগুলোর ঘাটতি পূরণ করবে এ নফল ইবাদত।

Advertisement

রমজানে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনেক বড় সাওয়াবের কাজ। রমজান উপলক্ষ্যে জানা অজানা অনেক ব্যক্তি ও দেশ দান-অনুদান বিতরণ করে থাকেন। এমনই একটি উদ্যোগ গ্রহণ করেছেন ফিলিপাইনের অবস্থিত ইরানের কালচারাল অ্যাটাশের। সেখানে অভাবগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।

ফিলিপাইনের ম্যানিলা শহরের অর্ন্তগত নীল, স্বর্ণ ও ইমামিয়া মসজিদের মুসল্লিদের মধ্যে ইসলামি কালচারাল অ্যাটাশে-এর উদ্যোগে আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও ম্যানিলা শহরের ইসলামিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত ২৫ ও ২৬ মে দেশটির দরিদ্র্য মুসলমানদের মাঝে মোট ৬০০টি খাদ্য পার্সেল বিতরণ করেন।

Advertisement

রমজান উপলক্ষে অভাবগ্রস্তদের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ প্রশংসনীয় কাজ। সমাজের বিত্তবানদের উচিত গরীব মুসলিমদের সহযোগিতায় দান-অনুদানে এগিয়ে আসা।

এমএমএস/পিআর