ঘরোয়া ক্রিকেট ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করে জায়গা পেয়েছিলেন ইংল্যান্ডের কন্ডিশনিং ক্যাম্প ও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে। ইংল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেললেও আয়ারল্যান্ডে তিন জাতি টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচ ড্রেসিং রুম আর ডাগ আউটে বসেই কেটেছে। নিউজিল্যান্ডের সঙ্গে ২৪ মে শেষ ম্যাচে অবশেষে সুযোগ পেয়ে বল হাতে দুই উইকেট পেলেও ব্যাট হাতে নামা হয়নি।
Advertisement
তবে দেশে ফিরে আবারও রান উৎসবে মেতেছে নাসিরের ব্যাট। শেখ জামালের বিপক্ষে শনিবার ফতুল্লায় মাঠে নেমেই ব্যাট হাতে ঝড় তুলে দুর্দান্ত এক সেঞ্চুরি করে গাজী গ্রুপকে এনে দিয়েছেন দারুণ এক জয়। এরপর আবার প্রশ্ন উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কি নাসিরকে রাখা যেত না? আর এ ক্ষেত্রে বিসিবি সভাপতি পাপনের প্রশ্ন কার জায়গায় খেলবেন নাসির?
শেষ কয়েক বছরে বাংলাদেশ দলের পারফরমেন্সের কথা উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘শুধু নাসির হোসেন নয় দলে জায়গা পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ মিলছে না আরও অনেক প্রতিভাবান ক্রিকেটারদের। লিটন দাস, আনামুল বিজয়, ভালো খেলে সুযোগ পাচ্ছে না। ইমরুল কায়েসের পর্যন্ত সুযোগ হচ্ছে না। রিয়াদকে ভালো খেলে জায়গা ধরে রাখতে হচ্ছে। ওর জায়গায় খেলতে কমপক্ষে চারজন খেলোয়াড় প্রস্তুত। নাসিরের মতো খেলোয়াড়ের দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। সে কার জায়গায় খেলবে? মিরাজ বাংলাদেশের সেরা অফস্পিনার, সুযোগ পাচ্ছে না সে-ও।’
তবে বিসিবি সভাপতির কাছে পুরো ব্যাপারটিই তৃপ্তির। তাও মতে, ‘বাংলাদেশ দলের বর্তমান এই সাফল্যের নেপথ্যে আছে খেলোয়াড়দের সুস্থ প্রতিযোগিতা, দলের প্রতিটি জায়গায় এই যে প্রতিদ্বন্দ্বিতা, পাইপলাইনে এখন অনেক খেলোয়াড়। আর নতুন ছেলেরা এসে পুরোনোদের সঙ্গে সমানতালে ভালো খেলছে, এটাই হচ্ছে আসল কারণ (সাফল্যের)।’
Advertisement
এমআর/এমএস