অর্থনীতি

১৫ শতাংশই ভ্যাট, তবে আওতামুক্ত হবেন অনেকেই : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের হার ১৫ শতাংশই হবে। এর থেকে কমাবো না। কারণ শুরু থেকে এটাই আছে। তবে অনেককে ভ্যাটের আওতা থেকে বের করে নিয়ে আসা হবে।’

Advertisement

শনিবার সচিবালয়ে আসন্ন বাজেট নিয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভ্যাট ১৫ শতাংশ থেকে কমালে সামান্য কমাতাম, কিন্তু সেখানে অনেক সমস্যা হতো।

বাজেটের আকার কেমন হবে জানতে চাইলে মুহিত বলেন, এবারের বাজেট চার লাখ কোটি টাকার চেয়ে কিছুটা বেশি হবে। নির্দিষ্ট অঙ্কটা (ইগজ্যাগট ফিগারটা) বলছি না। মানব সম্পদে আগের চেয়ে অনেক বেশি জোর দেয়া হচ্ছে ও বরাদ্দ বাড়ানো হচ্ছে। কৃষি খাত আগের মতোই থাকছে।

Advertisement

মন্ত্রী আরও বলেন, এই সরকারের অন্যতম কৃতিত্ব হচ্ছে ৯৫ হাজার কোটি টাকা থেকে বাজেটকে চার লাখ কোটি টাকার বেশিতে নিয়ে যাওয়া। এরপরের বাজেট ৫ লাখ কোটি টাকার মতো হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এমইউএইচ/জেএইচ/জেআইএম