দেশজুড়ে

চাঁদপুর পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

চাঁদপুর পৌরসভায় ফুটপাতসহ বিভিন্নস্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রোববার দিনব্যাপী এ উচ্ছেদ অভিযানে পৌর এলাকার পাল বাজার ব্রিজ সংলগ্ন, কালীবাড়ি মোড়, চিত্রলেখা, বাসস্ট্যান্ড, ছায়াবানি মোড়, ষোলঘর, বিটি রোড মাথা জিটি রোড মাথা, কোর্ট সংলগ্ন সড়ক, ওয়ারলেস মোড়, বিপনীবাগ বাজার, পৌর শহীদ মিনারসহ বিভিন্ন স্থানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে করে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে পৌরবাসী।পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ জাগো নিউজকে জানান, পৌরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বহু চাপ থাকা শর্তেও এ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এখন থেকে ফুটপাতসহ পৌরসভার কোথায়ও অবৈধ স্থাপনা গড়ে তুললে তা ভেঙে ফেলা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। এদিকে, উচ্ছেদ অভিযানের ফলে চাঁদপুর পৌরসভার সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পেয়েছে।উল্লেখ্য, উচ্ছেদ অভিযানের পূর্বে পৌর কর্তৃপক্ষ অবৈধ স্থাপনাকারীদের নোটিশ প্রদানসহ মাইকিং এ উচ্ছেদের কথা জানিয়ে তাদের মালামাল সড়িয়ে নেয়ার জন্য বলা হয়েছে।ইকরাম চৌধুরী/এমএএস/আরআই

Advertisement