অর্থনীতি

সরকার চট্টগ্রাম বন্দর উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইবে

চট্টগ্রাম বন্দর উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চাইবে সরকার। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে মঙ্গলবার দুপুরে পরিকল্পনা মন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল এ তথ্য জানান।বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট ও সোস্যাল প্রটেকশন টিমের সিনিয়র ইকোনমিস্ট ইফাত শরিফের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি।মন্ত্রী বলেন, গভীর সমুদ্র বন্দর তৈরি করতে সময় লাগবে। এখন আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের উপরে। আগামীতে এ প্রবৃদ্ধি ৮ থেকে ৯ শতাংশ অর্জন করা সম্ভব। তাই চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সহযোগিতার বিষয়ে বিশ্বব্যাংক কর্মকর্তারা উচ্চপর্যায়ে আলোচনা করে আমাদেরকে জানাবে।

Advertisement