ইন্টানেটের মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও, অশ্লীল ছবি ও বক্তব্যসহ নানা ধরনের কনটেন্ট ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রোববার বিচারপতি মউনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আগামী সাত দিনের মধ্যে টেলিকমিউনিকেশন মন্ত্রণালয় ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি) কে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।এর আগে গত ২১ এপ্রিল জনস্বার্থে হিউম্যান রাইডস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন এ রিট দায়ের করেন। রোববার রিটের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেয়। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।আরএস/আরআই
Advertisement