ধর্ম

প্রথম রমজানের দোয়া

রহমত বরকত মাগফিরাত ও নাজাত লাভের মাস রমজান। এ মাসে বান্দা আল্লাহর নিকট যা চাইবে, আল্লাহ তাআলা বান্দাকে তাই দান করবেন। তাঁর অনুগ্রহের ভাণ্ডার খুলে দান করবেন। তাই আসুন আজকের প্রথম রমজানে আল্লাহর কাছে এ দোয়ার মাধ্যমে একান্ত কামনা-বাসনা গুলোর আবেদন করি-

Advertisement

উচ্চারণ : আল্লাহুম্মাঝআ’ল সিয়া-মি ফি-হি সিয়া-মিস সা-ইমিন; ওয়া ক্বিয়া-মি ফি-হি ক্বিয়া-মিল ক্বা-ইমিন; নাব্বিহনি ফি-হি আ’ন নাওমাতিল গা-ফিলিন; ওয়াহাবলি ঝুরমি ফি-হি ইয়া ইলাহিল আ’-লামিন; ওয়া’ফু আন্নি ইয়া আ’-ফিয়া আ’নিল মুঝরিমিন।

অর্থ : হে আল্লাহ ! আমার আজকের রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ করুন। আমার নামাজকে কবুল করুন প্রকৃত নামাজীদের নামাজ হিসেবে। আমাকে জাগিয়ে দিন গাফিলতির ঘুম থেকে। হে জগত সমূহের প্রতিপালক! এদিনে আমার সব গুনাহ মাফ করে দিন। আমার যাবতীয় অপরাধ ক্ষমা করে দিন,  হে অপরাধীদের অপরাধ ক্ষমাকারী।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রথম রমজানের প্রত্যেক নামাজসহ ইবাদাত-বন্দেগিতে এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করে নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

Advertisement

এমএমএস/এমএস