জাতীয়

সাভারের ‘আস্তানা’ ছেড়ে গতরাতেই পালিয়েছে জঙ্গিরা

সাভারের গেন্ডা এলাকার একটি বহুতল ভবনে গড়ে তোলা আস্তানা ছেড়ে গতরাতেই (বৃহস্পতিবার) পালিয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। আজ শুক্রবার সন্ধ্যায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে আস্তানায় কাউকে পাওয়া যায়নি। সেইসঙ্গে বিশেষ কোনো আলামতও মেলেনি।

Advertisement

জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার সন্ধ্যায় অভিযান শুরু করে সিটিটিসি ইউনিট।

সিটিটিসি উপ-কমিশনার মহিবুল ইসলাম খান জাগো নিউজকে বলেন, ‘সন্দেহভাজন হিসেবে বহুতল ভবনটি ঘেরাওয়ের পর ভেতরে তল্লাশি চালানো হয়। তবে সন্দেহভাজন ফ্লাটে কাউকে পাওয়া যায়নি।

তিনি বলেন, কোনোভাবে তারা বুঝতে পেরে গতরাতেই বাড়িটি ছেড়ে পালিয়েছে। আলামত হিসেবেও বিশেষ কিছু মেলেনি। ওই ভবনটিতে কে বা কারা ছিল তা আমরা খতিয়ে দেখে গ্রেফতারের চেষ্টা করছি।

Advertisement

এর আগে সাভার সদর থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান জানিয়েছিলেন, ‘ভবনটির নিচতলায় সন্দেহভাজন জঙ্গিরা রয়েছে। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।’

জেইউ/জেডএ/পিআর