প্রলয়ঙ্কারী ভূমকিম্পের ফলে সৃষ্ট ক্ষত না শুকাতেই আবারো তিন দফায় কেঁপে উঠলো নেপালের রাজধানী কাঠমান্ডু। তিন দফা এ কম্পনের প্রথমটি অনুভূত হয় শনিবার রাত ১টায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২। এরপর দ্বিতীয়টি রাত ২টা ৪৪ মিনিটে যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.০। আর সবশেষে ৪.৪ মাত্রার কম্পনটি আঘাত হানে ঠিক সকাল ৬ টা ৩৪ মিনিটে।তিনটি কম্পনের কেন্দ্রস্থল রাজধানী শহর কাটমান্ডুর পূর্ব সিন্দুপালচক ও উদয়পুর এলাকায় বলে জানিয়েছে দেশটির ‘দ্য ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার’। তবে তিন দফায় আঘাত হানা এ ভূমকিম্পে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।উল্লেখ্য, গত ২৫ তারিখের পর মাঝে মাঝেই দেশটিতে ভূমিকম্প অনুভূত হওয়ায় নেপালেরবাসীর মনে আতঙ্ক যেন কাটতেই চাচ্ছে না। এপ্রিলের ভয়ংকর ঐ ভূমকিম্পে এখন পর্যন্ত প্রায় আট হাজার মানুষ প্রাণ হারিয়েছে।জেএআর/আরআই
Advertisement