আন্তর্জাতিক

৭৫ বছর পর স্নাতকের স্বীকৃতি!

শিক্ষার ক্ষেত্রে বয়স কোনো বাধাই নয়। ইচ্ছা থাকলে যেকোনো বয়সে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের মর্গানটাউন শহরের অ্যান্থনি ব্রুটো সেই ব্রত পালন করেছেন। দীর্ঘ ৭৫ বছর পর পেলেন তার স্নাতকের স্বীকৃতি। ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুরু করেছিলন ইঞ্জিনিয়ারিং (স্নাতক) পড়ালেখা। ৭৫ বছর কেটে যাওয়ার পর এ মাসেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন তাকে ডিগ্রি প্রদানের। খবর এনডিটিভিরপ্রথমে তার বিষয় ছিল ইঞ্জিনিয়ারিং। তিনি এতে উপযুক্ত দিকনির্দেশনা পাননি। তাই শারীরিক শিক্ষা এবং ইন্ডাস্ট্রিয়াল আর্টস বিষয়ে পড়তে সিদ্ধান্ত নেন তিনি।১৯৪২ সালে ডিগ্রি অর্জনের শেষ পর্যায়ে এসে স্কুল ছাড়তে বাধ্য হন ব্রুটো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর্মি এয়ার ক্রপসদের সেবা প্রদানের জন্য তার সাড়ে তিন বছর কেটে যায়। তাই ওই সময় তার পড়ালেখা শেষ করা সম্ভব হয়নি।বিএ/আরআইপি

Advertisement