আন্তর্জাতিক

পাঁচ দিনের যুদ্ধবিরতি মেনে নিল হুতিরা

পাঁচদিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং তাদের সহযোগীরা । রোববার বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ পেয়েছে। বেসামরিক লোকদের কাছে ত্রাণ সরবরাহ যাতে পৌঁছাতে পারে তার সুযোগ করে দেয়ার লক্ষ্যে যুদ্ধবিরতির এই প্রস্তাব করে সৌদি আরব। আগামী মঙ্গলবার থেকে এই যুদ্ধবিরতি বলবৎ হবে বলে আশা করা হচ্ছে।অন্যদিকে ইয়েমেনের উত্তরে যেখানে শিয়া হুতি বিদ্রোহীদের মূল ঘাঁটি সেখানে সৌদি আরব ও তার মিত্রদের বিমান হামলা চলছে।ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহের বাড়িতেও বিমান হামলা হয়েছে। আক্রমণের সময় তিনি সেখানে ছিলেন না বলে জানা গেছে।এর আগে জাতিসংঘের একজন মুখপাত্র জনবহুল এলাকায় সৌদির এমন  বিমান হামলার নিন্দা করেছেন। এদিকে বেসামরিক এলাকায় নির্বিচারে বোমা হামলা চালানো আন্তর্জাতিক আইন লঙ্গন বলে মনে করছেন জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক জোহানেস ভ্যান ডার ক্লাউ।এসকেডি/আরআই

Advertisement