দেশজুড়ে

জলঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নীলফামারীর জলঢাকায় থেমে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার ভোর ৪টার দিকে জলঢাকা উপজেলা শহরের রংপুর সড়কের পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন, নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের সুঠিবাড়ি গ্রামের শাহনুর ইসলামের ছেলে দুবাই প্রবাসী রফিকুল ইসলাম (৩৮) ও নিহত রফিকুল ইসলামের ভাগনে ডিমলা উপজেলার পূর্বছাতনাই গ্রামের হায়দার আলীর ছেলে লোকমান হোসেন কবীর (২৫)।

আহত ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মাইক্রোবাসের চালক মোজাম্মেল হোসেনের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে সে ঘটনার পর পালিয়ে গেছে।

আহতরা হলেন, নিহত রফিকুল ইসলামের বাবা শাহানুর ইসলাম (৬০), ছোট ভাই রুবেল ইসলাম (২৮), রফিকুলের ৫ বছরের ছেলে রিয়াদ ইসলাম ও রফিকুলের সঙ্গে দুবাই থেকে আসা ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের মনোয়ার খন্দকারের ছেলে সানোয়ার খন্দকার (৪৫), তার মেয়ে সালমা (১৭) এবং ভাগনি জামাই সহিদুল ইসলাম (২৮)।

Advertisement

পারিবারিক সূত্রে জানা যায়, ডিমলার রফিকুল ও সানোয়ার দুইজনে দুবাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে ফেরেন। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাদের নিয়ে আসতে দুই পরিবারের সদস্যরা ডিমলার মতিরবাজার থেকে বাবু মিয়ার মাইক্রোবাস (চট্র মেট্রো-চ-১১-২৯৬৬) ভাড়া করে ঢাকা যান। সেই মাইক্রোবাসে করেই তারা বাড়ি ফিরছিলেন।

জলঢাকা থানার এসআই মিজানুর রহমান জানান, জলঢাকার পেট্রোল পাম্প এলাকার সড়কের ধারে ডিমলা সড়কমুখি হয়ে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৩৪০)। এসময় ওই মাইক্রোবাসটি দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।

জলঢাকা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস মাইক্রোসবাস থেকে নিহত দুইজন ও আহত ৬ ছয়জনকে উদ্ধার করে। তবে ঘটনার পর মাইক্রোচালককে আর খুঁজে পাওয়া যায়নি। আহতদের প্রথমে জলঢাকা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

Advertisement

জাহেদুল ইসলাম/এফএ/এমএস