রাজনীতি

একশ বছরেও সমঝোতা হবে না : নাসিম

যাদের হাত পিতা হত্যার রক্তে রঞ্জিত তাদের সাথে আগামী একশ বছরেও সমঝোতা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।নাসিম বলেন, যারা খুনির দল। যাদের হাত পিতা হত্যার রক্তে রঞ্জিত। তাদের সাথে কোন সংলাপও হতে পারে না। তাদেরকে দেশের জনগণ ইতিহাসের আস্থাকুঁড়ে নিক্ষেপ করবে।মোহাম্মদ নাসিম বলেন, ৫ তারিখে নির্বাচন না হলে দেশে মার্শাল ল’ জারি হতো। থাইল্যান্ডের মতো পরিস্থিতি দেখা দিত। রাস্ট্র ক্ষমতায় সেনাবাহিনী থাকত, কোন সিভিলিয়ান থাকতে পারতো না।আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, বিএমএ’র মহাসচিব ডা. এম ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement