দেশে প্রথমবারের মতো বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেবাটি উন্মুক্তের ঘোষণা দেয় রবি।সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রকল্প ইন্টারনেট ডট ওআরজির সহায়তায় এই সেবা চালু হলো।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, রোববার থেকে চালু হওয়া ফ্রি ইন্টারনেট সেবা ডিজিটাল বাংলাদেশ গড়ার পদক্ষেপে অন্যতম মাইলফলক হয়ে থাকবে।ইন্টারনেট ডট ওআরজি চালু করার জন্য রবি ও ফেসবুককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, কোন সন্দেহ নেই যে, ফ্রি ইন্টারনেট জ্ঞান-ভিত্তিক সমাজ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়তে সহায়ক হবে।রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ইন্টারনেট ডটওআরজি’র সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা প্রদান করতে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন এই পদক্ষেপ। এর ফলে দেশে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পাবে যা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পূর্বশর্ত।সংবাদ সম্মেলনে ইন্টারনেট ডট ওআরজি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ফেসবুকের গ্লোবাল অপারেটর পার্টনারশিপের ডিরেক্টর মারকু মাকেলেইনেন। তিনি বলেন, রবি’র সাথে ইন্টারনেট ডটওআরজি’র মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য ইন্টারনেট সহজলভ্য করতে পেরে আমরা আনন্দিত। ইন্টারনেট সেবা গ্রহণের মাধ্যমে সবাই তাদের জীবনমান উন্নয়নের সুযোগ পাবেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি তথ্যাবলি, চাকুরীর খোঁজ-খবর, ই-কমার্স, অনলাইন মার্কেটপ্লেস, শিক্ষা সম্পর্কিত তথ্য, নারী স্বাস্থ্য, জরুরী নাম্বার, আবহাওয়া বার্তা ও সংবাদসহ ২৫টি’র বেশি গুরুত্বপূর্ণ ওয়েব সাইটে বিনামূল্যে প্রবেশের সুযোগ প্রদান করবে ইন্টারনেট ডট ওআরজি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, রবি’র চিফ এক্সিকিউটিভ অফিসার সুপুন বীরাসিংহে ও চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ।একে/এএ/আরএস/আরআই
Advertisement