তথ্যপ্রযুক্তি

জিপি অ্যাক্সেলারেটরের চতুর্থ ব্যাচের আবেদন শুরু

গ্রামীণফোন অ্যাক্সেলারেটর প্রোগ্রামের চতুর্থ ব্যাচের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। এসডি এশিয়ার সহযোগিতায় বাংলাদেশের স্টার্টআপগুলোকে দ্রুত এগিয়ে নিতে সাজানো হয়েছে জিপি অ্যাক্সেলারেটর প্রোগ্রাম।

Advertisement

দ্বিতীয়বারের মতো প্রোগ্রামটির অপারেটর পার্টনার হিসেবে রয়েছে এসডি এশিয়া।

মিনিমাম ভায়াবল প্রোডাক্ট (এমভিপি) নিয়ে যে কোনো প্রযুক্তি নির্ভর স্টার্টআপ নিয়ে ৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। আয়োজকরা জানান, নির্বাচিত স্টার্টআপগুলোর প্রতিটি পাবে ১২ লাখ টাকার মূলধন। এক হাজার মার্কিন ডলার সমমূল্যের অ্যামাজন ওয়েব সার্ভিস ক্রেডিট, জিপি হাউসে কাজ করার সুবিধা এবং ব্যবসা দ্রুততর করার জন্য প্রাসঙ্গিক শিল্পের সঙ্গে পরিচিত হওয়ার সুবিধা।

অনেকগুলো বিনিয়োগকারী এক্সপোজার, প্রাসঙ্গিক শিল্পের পেশাদার ব্যক্তিরা ব্যবসাকে দ্রুততর করার জন্য টার্ম শিট, মূল্যায়ন বা আর্থিক মডেলিং প্রণয়নে স্টার্টআপদের সহায়তা করবে।

Advertisement

এই প্রোগ্রামটি একটি গ্র্যান্ড ইভেন্টের সঙ্গে শেষ হবে, একটি ডেমো ডে যেখানে স্টার্টআপ সংশ্লিষ্টরা দেশের বিভিন্ন বিনিয়োগকারী, পার্টনার ও তাদের মূল ক্লাইন্টের সামনে পিচ করার সুযোগ পাবেন।

এএস/এমএমএ/জেআইএম