দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি কৃত্রিম দ্বীপের মাত্র ১২ নটিক্যাল মাইল দূরে অবস্থান নেয়ায় মার্কিন যুদ্ধজাহাজকে ওই এলাকা ত্যাগ করতে সতর্ক করে দিয়েছে বেইজিং। এ নিয়ে দক্ষিণ চীন সাগরে প্রতিদ্বন্দ্বী এ দুই দেশের মাঝে ফের উত্তেজনা দেখা দিয়েছে।
Advertisement
বৃহস্পতিবার বেইজিংয়ে মাসিক সংবাদ ব্রিফিংয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেন গোকিয়াং বলেন, এ ধরনের টহলের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে চীন। দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতার জন্য এ ধরনের পদক্ষেপ সহায়ক নয়।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, স্প্রাটলি দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় টহল দিয়েছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইউএসএস ডিউই। এ দ্বীপে ক্ষুদ্র ক্ষুদ্র চূড়া, প্রবালপ্রাচীর রয়েছে। দক্ষিণ চীনের বিতর্কিত এই দ্বীপপুঞ্জ নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের বিরোধ রয়েছে।
চীন বলছে, মার্কিন জাহাজকে সতর্ক করে দিয়েছে বেইজিংয়ের যুদ্ধজাহাজ এবং যুক্তরাষ্ট্রের কাছে কড়া বার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে তথাকথিত নৌপথ অপারেশনের স্বাধীনতার বিরোধিতা করছে বেইজিং।
Advertisement
গত অক্টোবরের পর এই প্রথম দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপের কাছে মার্কিন যুদ্ধজাহাজের এ টহলকে কৌশলগত গুরুত্বপূর্ণ জলসীমায় চীনের কর্তৃত্বে লাগাম টানার কৌশল হিসেবে দেখা হচ্ছে। এছাড়া এমন এক সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ বিতর্কিত জলসীমার কাছাকাছি চলে এল, যখন প্রতিবেশী মিত্র উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টানতে চীনের সহযোগিতা চেয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতিসংঘ বলছে, আঞ্চলিক জলসীমা নির্ধারণ করা হয় কোনো রাষ্ট্রের উপকূল সীমান্ত থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের দ্বীপ নির্মাণ ও সেনাসক্ষমতা বাড়ানোর সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে মার্কিন যুদ্ধজাহাজের টহলের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পেন্টাগন।
এসআইএস/আরআইপি
Advertisement